ঢাকারবিবার , ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ

জেলার বিভিন্ন স্থানে জামায়াতের ভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা -দোয়া মাহফিল শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী।

আলোচনা পুর্ব অধিবেশনে ওয়ার্ড – ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে সংগঠনের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় দিক নিদর্শনামূলক বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী।
উপস্থিত ছিলেন শহর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ ও কামরুল হাসান, বায়তুলমাল সম্পাদক মাশরুর নিশাত, মিডিয়া ও প্রচার সম্পাদক আবদুল মোতালেব মাসুদ সহ শহর জামায়াতের নেতৃবৃন্দ ।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এটা ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি।

১৯৫২ সালে দেশের তরুণ, ছাত্র ও যুব সমাজ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলন দমনের জন্য সেদিন রাষ্ট্রীয় বাহিনীর নির্বিচারে গুলিতে প্রাণ হারিয়েছিলেন সালাম, বরকত, রফিক ও জব্বার।

দেশবাসী আজ এমন একসময় ভাষা দিবস পালন করতে যাচ্ছে যখন সবে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে। বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করণে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের মানুষ জানমাল ও ইজ্জত-আব্রু বজায় রেখে চলাফেরা করতে পারছে; যদিও নাগরিকদের শতভাগ সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। এ অবস্থায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাগরিকদের ভোটাধিকারসহ সব মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

টেকনাফ উপজেলা:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে টেকনাফ উপজেলা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।সভায় উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ ইবরাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদর:

মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আমীর অধ্যাপক খুরশীদ আলম আনসারীর সভাপতিত্বে সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর। এসময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা:

মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চকরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদের সভাপতিত্বে সেক্রেটারি মুহাম্মদ ছৈয়দ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সাবেক উপজেলা আমীর মোজাম্মেল হক, উপজেলা অফিস সেক্রেটারী মুহাম্মদ জুনাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ‌

22 Views

আরও পড়ুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন

ভাষা শহীদদের প্রতি প্রবাসী বাঙ্গালীর শ্রদ্ধা

বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে’– হামিদুর রহমান আযাদ

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শান্তিগঞ্জে হোয়াইট বার্ড একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শান্তিগঞ্জে বিএনপি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ

শান্তিগঞ্জে বিএনপি’র আন্তর্জাতিক মাতৃভাষা  দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ

শান্তিগঞ্জে বিএনপি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ

শান্তিগঞ্জে বিএনপি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ

শান্তিগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

আহত শিক্ষার্থীর পায়ের রগ কাটার মত কোনো চিহ্ন পাওয়া যায়নি–চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে এমসি কলেজের অধ্যক্ষ

শান্তিগঞ্জে আওয়ামীলীগ নেতা নুর আলম গ্রেফতার

কাপাসিয়ায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক মোছলিমা আক্তার সুইটি সংবর্ধিত