এম আই সৌরভ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুর শহরের সরকারী সমন্বিত ভবনে একটি হল রুমে সোমবার ২৫ মার্চ সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার অনুষ্ঠিত হলো আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান।
সংস্থাটির মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ ফায়েজুল শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপসচিব- মাদারীপুর জেলা পরিষদ ও মাদারীপুর পৌরসভার প্রশাসক মোঃ হাবিবুল আউয়াল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উক্ত সংস্থার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মাহাবুবর রহমান বাদল, এটিএন নিউজের জেলা প্রতিনিধা এ্যাডভোকেট জহিরুল হক খান, সেনাবাহিনীর সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) পান্না হাওলাদার।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা অন্যতম উপদেষ্টা ও দৈনিক টেকেরহাট পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাজমুল হোসেন বাসু, ইতালি প্রবাসী আমন্ত্রিত অতিথি এনামুল শরীফ। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংস্থার জেলা শাখার ক্যাশিয়ার সিএনএন বাংলা টিভির প্রতিনিধি এস,এম আজহার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক বজলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা চায়না শেখ, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার তুহিন, মফিজুল ইসলাম সৌরভ নিউজভিশন বিডি ও রাজৈর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ রনি সহ- বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি প্রমুখ।
আলোচনা সভা থেকে প্রধান অতিথি সহ সকলেই দেশ ও জাতিকে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করে হলুদ সাংবাদিকতা পরিহার ও অপ-সাংবাদিকতা রোধে কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান। এছাড়া দোয়া মাহফিল থেকে- রমজানের ফজিলতের উসিলায় মহান সৃষ্টিকর্তার কাছে প্রিয় মাতৃভূমির শান্তি-সমৃদ্ধি ও উন্নয়নের জন্য দোয়ার পাশাপাশি জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিনিধি সহ মাদারীপুর জেলায় কর্মরত সকল সাংবাদিকের সুস্থ্যতা ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।