নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নাগরপুর সদরে অবস্থিত লাইভ টং আড্ডায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা এর সভাপতি এস এম আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার সাব ইন্সপেক্টর (এস আই) আলিম, টং আড্ডার স্বত্বাধিকারী মো. ওয়াদূত মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম কোহিনূর, আল মামুন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ রিপন সাহা, সম্মানিত সদস্য গোপাল সরকার, এস টি ইসলাম সানি, রাকিবুল ইসলাম, এম এ মান্নান, মাই টিভির প্রতিনিধি মো. আনিস খান, নাগরপুর প্রেসক্লাব সদস্য আব্দুলাহ খিজির, কে এম সুজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত নাগরপুরের প্রতিনিধিগন।