-----
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, রাষ্ট্র ব্যবস্থা যতদিন না কল্যাণমুখী হবে ততদিন পর্যন্ত দেশের নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত মর্যাদা ও মৌলিক অধিকার পাবে না। দেশের বৃহৎ জনগোষ্ঠী হিসাবে শ্রমিকদের রাষ্ট্রকে কল্যাণমুখী করার জন্য লড়াই করতে হবে। সকল পেশার শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে রাষ্ট্র ব্যবস্থাকে কল্যাণমুখী করা সহজ হবে।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে ফেডারেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় ও ক্রাফট ফেডারেশনের নেতৃবৃন্দের জাতীয় কর্মশালা-২৪ এ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান-এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রব্বানী, লস্কর মো. তসলিম, মনসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মো. মহিব্বুল্লাহ, এস এম লুৎফর রহমান ও মুহাম্মদ ইসহাক প্রমুখ।
।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০