—————————-
কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বীর চট্টগ্রামের বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ।
শনিবার (২ জুলাই) সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের সামনে জুলাইয়ের গণহত্যা এবং দেশব্যাপী নিপিড়নের প্রতিবাদে আয়োজিত বিক্ষুব্ধ লেখক সমাবেশ করেছে চট্টগ্রামের নিপীড়নবিরোধী লেখক ঐক্য। পরে থিয়েটার ইনস্টিটিউট থেকে কবি-লেখকরা নিজস্ব ব্যানারে বিভিন্ন স্লোগান দিয়ে নিউ মার্কেট চত্বরে বিশাল ছাত্র সমাবেশে মিলিত হন।
এ সময় গণহত্যা ও চলমান নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে কবি তানভীর সিকদার বলেন, দেশের পরিস্থিতি দেখে আমরা হতবাক। কোনোভাবেই এটাকে স্বাধীন রাষ্ট্র মনে হচ্ছে না। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। পুলিশ যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে। জাতির ক্রান্তিলগ্নে সবসময় কবি ও কবিতা পাশে ছিলো। আমরাও আজ কাগজ ছেড়ে রাজপথে এসে দাঁড়িয়েছি ছাত্র জনতার সাথে।
বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের ব্যানারে কবিরা আরও বলেন, শিক্ষার্থীদের বুকে যেভাবে গুলি করা হয়েছে, তা দেখে আমরা স্তব্ধ। এসব হত্যার দায় সরকারকে নিতে হবে। এসময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন কবি মাহবু্ুবুল মাওলা রিপন, মোসলেহ মহসিন, খোরশেদ মুকুল, ইরফান তানভীর, সুজন আহসান, আলী আসকর, আকবর চৌধুরী, কাজী জহির আহমেদ প্রমুখ।