গোলাম মোস্তফা টুটল, সিরাজগঞ্জ:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছোনগাছা ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২ এপ্রিল ২০২৫) সকাল ৯:৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার চরছোনগাছা ইসলামী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি শামিম রেজা। ছোনগাছা ইউনিয়ন জামায়াতের আমির ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার নাসিম শেখ।
প্রধান অতিথি মাওলানা শাহিনুর আলম তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের সামনে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। সকলকে ইসলামের বিজয়ের লক্ষ্যে কাজ করে যেতে হবে।” তিনি সাবেক ও বর্তমান নেতাকর্মীদের শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”
অনুষ্ঠানটি সাবেক ও বর্তমান ছাত্রশিবির নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে ব্যাবধান শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
এতে ছোনগাছা ইউনিয়ন ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ছোনগাছা ইউনিয়ন সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানা, বিশিষ্ট কবি ও নাট্যকার ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মিলন, এডভোকেট শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল, সাবেক শহর সভাপতি সজিব হোসেন, মাওলানা আব্দুল বারি, মাওলানা আব্দুস সোবহান, আবু ইউসুফ, অধ্যক্ষ বায়েজিদ হোসেন, মাওলানা হাফিজুর রহমান, সাবেক সভাপতি আলফেসানি, ডা. শোহান তালুকদার ও সাবেক শিক্ষা সম্পাদক মাসুদ রানা প্রমুখ।