স্টাফ রিপোর্টারঃ
ছাতকে খান বাহাদুর স্পোটিং ক্লাব আইনাকান্দি (নয়াগাঁও)এর মধ্যম বার ফুটবল ফাইনাল প্রতিযোগিতা-২০২১ সম্পন্ন হয়েছে।
রবিবার বিকাল ৪ ঘটিকায় ছাতক উপজেলাধীন সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি (নয়াগাঁও) গ্রামের পশ্চিমের মাঠে অনুষ্টিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ফতেপুর গাজী-কালু একাদশ পোটিং ক্লাব বনাম ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক মামা-ভাগনা পোটিং ক্লাব। আকর্ষণীয় এ ফাইনাল ফুটবল টুনামেন্ট প্রতিযোগিতায় ৩-১ গোলে ঝামক মামা-ভাগনা পোটিং ক্লাব বিজয়ী হয়।
আকর্ষণীয় এই ফুটবল ফাইনাল প্রতিযোগিতা উপভোগ শেষে প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্টানে আয়োজক কমিটির সদস্য আলী আকবর খান ও বিজন রায় এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্হুিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আশিকুল ইসলাম আশিক।
বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন আসন্ন ইউপি নির্বাচনে সিংচাপইড় ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রাথী আনোয়ার হোসেন, সংবাদকর্মী ও শিক্ষানবীশ আইনজীবি মোঃ আবু সঈদ, জয়কলস ইউপি সদস্য আব্দুল জলীল, জাউয়া বাজার ইউপি সদস্য কদ্দুছ মিয়া।
এসময় আরো উপস্হিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য জুনেদ খান, রাজু মিয়া, ইমন আহমেদ, রেদুয়ান আহমেদ, মুরছালিন, নাহিদ মিয়া,হাবিব মিয়া, পাবেল আহমেদ, কয়েছ মিয়া, হুসাইন আহমেদ,সোয়েল মিয়া, রাজুল মিয়া, আব্দুল মুকিত, ফতেপুর গ্রামের রাকেশ চন্দ্র দাশ,রাধাকান্ত দাশ, নিজাম উদ্দিন,গোপেন্দ্র দাশ, সামছু উদ্দিন,শ্যামাচরন দাশ,কৃপেশ দাশ,মনোজ দাশ সহ আয়োজককারী সদস্যবৃন্দ ও অংশগ্রহণকারী খেলোয়ারবৃন্দ এবং আগত দর্শকবৃন্দ প্রমুখ। খেলায় অংশগ্রহণকারী প্রথম গোলদাতাকে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন এর পক্ষ হইতে পুরষ্কৃত করা হয়।