আলাল সভাপতি, মাসুদ সম্পাদক
হাসান আহমদ,ছাতক প্রতিনিধি::বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উপজেলা (উত্তর) শাখার আওতাধীন
গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা শাখার ২০১৯-২০ সেশনের কাউন্সিল ৩০.১০.১৯ ইং রোজ বুধবার দুপুর ১ঃ০০ ঘঠিকায় গোবিন্দগঞ্জ আশরাফুর রহমান কনফারেন্স হলে শাখা সভাপতি রুমেল আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমামুল ইহসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্তিত ছিলেন ছাতক উপজেলা (উত্তর) শাখার সহ সভাপতি এইচ এম আব্দুল বাছিত। সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্তিত ছিলেন ছাতক উপজেলা (উত্তর) শাখার সাধারন সম্পাদক আব্দুল মুহিব। মাদরাসা শাখার সদস্য হাফিজ মিসবাহ'র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সুচিত অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ শাখার সাধারন সম্পাদক ফয়ছল আহমদ। ছাতক উপজেলা (উত্তর) শাখার সহ অফিস সম্পাদক আহবাব হোসেন সামী।
সভায় সর্বসম্মতিক্রমে আলাল আহমদকে সভাপতি ও মাসুদ আহমদকে সাধারন সম্পাদক এবং আবু বকর সিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করে ৮৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন সহ সভাপতি আলীম উদ্দিন, ইমামুল ইহসান,মোঃআবুল হাসান, গুফরান আহমদ। সহ সাধারন সম্পাদক জাকারিয়া মাহমুদ সাকির,হাফিজ সালমান আহমদ,ইমন আহমদ।সহ সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক,সায়েম আহমদ,শেখ মাসুদ।প্রচার সম্পাদক তাইদুল ইসলাম।সহ প্রচার সম্পাদক পাবেল আহমদ,আলি হোসেন,হুসাইন আহমদ,মুস্তাকিম বিল্লাহ।অর্থ সম্পাদক আবুল হাসান আদনান।অফিস সম্পাদক শাহিদুল ইসলাম রেদুওয়ান,সহ অফিস সম্পাদক শায়খুল ইসলাম,হাফিজ এমদাদ,রেদুওয়ান আহমদ,এইচ এম বিলাল,আলীম উদ্দিন,আব্দুস শহিদ।প্রশিক্ষন সম্পাদক ফখরুল ইসলাম জাকওয়ান,সহ প্রশিক্ষন সম্পাদক আল আমিন আহমেদ,এহিয়াহ আহমদ, সেবুল আহমদ,মিনহাজুর রহমান।শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আবু নাঈম রায়হান।সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সেলিম আহমদ, ইব্রাহিম আলী,ফাহিম আহমদ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক রায়হানুল আদনান ,সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফ আহমদ,মাহফুজ আহমদ,গুফরান আহমদ।
সদস্য মাহফুজুর রহমান,এহসান আহমদ,মারুফ আহমদ,গুলশান আহমদ,জুবায়েল আহমদ,জামিল আহমদ,রুহুল আমিন,সিদ্দুকুর রহমান,সমরাজ আহমদ,মিছবাহ আহমদ, ইমদাদুল ইসলাম ইয়ামিন,মাহিন আহমদ,আখলাক আহমদ, যিননুরাইন,সাব্বির আহমদ,উসমান আহমদ,রেদুয়ান আহমদ,ফেরদাউস আহমদ,জয় আহমদ,আবির আহমদ,আলআমিন,সাকিব,শাকিল,রাহি,জুবায়েলনাঈম,রুহুল আমিন,মকবুল, রিপন,হোসেন আহমদ,হাবিবুর রহমান হাবিব,আনহার আহমদ, আবুল কাশেম সালমান,মাহদী হাসান সায়েম,হুমাউন আহমদ হৃদয়, কামরুল ইসলাম মাসহুদ,সিয়াম আহমদ, জামিল আহমদ, আজহারুল ইসলাম, আবু সাঈদ,জিহাদ আহমদ, রায়হান আহমদ, হুসাইন আহমদ, হাফিজ ইমদাদ হোসেন,মামনুল হক,নজির আহমদ।
পরিশেষে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।##
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০