আকতার কামাল মহসিন, চট্টগ্রাম।
চট্টগ্রামের বহদ্দারহাটের চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চান্দগাও ৪নং প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বহদ্দারহাটে চট্টগ্রাম মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৪নং চান্দগাও ওয়ার্ড আমীর জনাব, ওমর গনির নেতৃত্বে সংগঠনের নেতাকর্মী চাঁদাবাজ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বহদ্দারহাটের কাঁচাবাজার মসজিদ বাজার থেকে শুরু হয়ে বহদ্দারহাট মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জনাব, শামসুজ্জামান হেলালী, নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মী চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস করলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবো। বহদ্দারহাটে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। আমরা শান্তি ও সুশৃঙ্খল একটি দেশ উপহার দিতে চাই। কোনো দোকানে, বাজারে, বাস স্টেশনে, মিল কারখানায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
এতে আরো বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্য ওমর গণি, আব্দুল কাদের পাটওয়ারী, হাফেজ আবদুল আজিজ মো শোয়েব, রাইসু রহমান তিতু সহ দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।