শহিদুল ইসলাম :
শোভাযাত্রা, সমাবেশ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে কেরানীহাট বাজারের রেলস্টেশন থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রা কেরানীহাট এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার এবং সদস্য সচিব জমিরউদ্দীন চৌধুরীর নেতৃত্বে উক্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিদারুল আলম চৌধুরী, আতাউর রহমান কাইসার, উপজেলা ও পৌরসভার সহ আরো বিভিন্ন নেতাকর্মীরা।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার বলেন‘ তারুণ্যের অহংকার তারেক রহমান যে পরিচ্ছন্ন কর্মসূচি ঘোষণা করেছেন, তা শুধু পরিবেশ পরিষ্কার নয়, রাজনৈতিক অঙ্গনকেও পরিষ্কার করবে। সাধারণ মানুষের প্রতি নেতাদের মনে যে নোংরামী রয়েছে তা দূর করার দায়িত্ব স্বেচ্ছাসেবক দলের।’ তিনি আগামী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সদস্য সচিব জমিরউদ্দীন চৌধুরীর বলেন,৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যাশা হলো স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল থেকে শক্তিশালী করা। এই সংগঠনের মাধ্যমেই দলীয় কর্মকাণ্ড আরও সুসংহত হবে।