নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
চট্টগ্রাম জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন গত শনিবার (১২ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। এতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাফহীম কবির চৌধুরী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইছমাইল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মোহাম্মদ শওকত আকবর, অর্থ সম্পাদক মো. দিদার হোসেন, সাহিত্য ও প্রচার সম্পাদক ভাস্কর দেব, সদস্য পদে শহিদ উল্লা, মোহাম্মদ আবুল কালাম ও মোহাম্মদ আবু ছালেহ নির্বাচিত হন।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এস এম খালেকুজ্জামান। নির্বাচন কমিশনার ছিলেন আবুল কালাম, মো. মোরশেদ আলম ও মোহাম্মদ আজিজুর রহমান।
উল্লেখ্য, একজন সভাপতি পদপ্রার্থীর বদলীজনিত কারণে সভাপতি পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পুনরায় তফশীল ঘোষণার মাধ্যমে সংশ্লিষ্টদের যথাসময়ে অবহিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০