মো:জাবেদুল আনোয়ার
স্টাফ রিপোর্টার কক্সবাজার।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন রামুর সর্বজন শ্রদ্ধেয় জনাব মাষ্টার মোহাম্মদ আলম।
সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ককে ছয় লাইনে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে রামুর বিভিন্ন সংগঠন।
মানববন্ধন ও সমাবেশে বক্তৃতারা বলেন,,,,,,,,,
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে দেশ বিদেশের পর্যটকরা কক্সবাজার আসে।
এছাড়া কক্সবাজারে পৃথিবীর সর্ববৃহৎ রিফিউজি ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্প হওয়ায় দেশি ও বিদেশি শতাধিক এনজিও কাজ করছে। তারাও এই মহাসড়ক ব্যবহার করে।
কিন্তু দুঃখের বিষয়, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সড়কটি সরু হওয়ায় এবং নিয়মিত লবন পরিবহনের গাড়ি চলাচল করায় সড়কটি মরনফাঁদে পরিণত হয়েছে। নিয়মিত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। অনেকে অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে অনেকে পঙ্গুত্ববরণ করছে। এই অবস্থায় সড়কটি ছয় লাইনে উন্নীতকরণ করা সময়ের দাবি হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টা চট্টগ্রামের এবং সড়ক পরিবহন উপদেষ্টাও চট্টগ্রামের। তাই এই মহাসড়ক ছয় লাইনে উন্নীতকরণ করতে সরকার আন্তরিক হবে বলে আমরা মনেকরি। অবিলম্বে মহাসড়ক ছয় লাইনে উন্নীতকরণ করে সাধারণ মানুষের কষ্ট লাঘব করার আহ্বান জানানো হয় ।
এ সময় বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ, রাজনৈতিক নেত্রীবৃন্দ,ধর্মীয় নেত্রীবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
দ্রুত বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বসে সিদ্ধান্ত নেওয়ার দাবী জানান মানববন্ধনে অংশ নেওয়া রামুর সর্বস্তরের জনগণ।