প্রেস বিজ্ঞপ্তি :
চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'প্যারেন্টিং' বিষয়ক কর্মশালা। দি আর্ট অব প্যারেন্টিং শীর্ষক এ কর্মশালায় আপনার আদরের শিশুর বেড়ে উঠা, মনোবৃত্তি, মানসিক ও নৈতিক বিকাশ নিয়ে গবেষণালব্ধ কথা বলবেন বিশেষজ্ঞ বক্তাগণ। আগামী ২১ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় নগরীর চেরাগী মোড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে কর্মশালা শুরু হবে।
এতে শিশুর বেড়ে উঠা ও সুষম পুষ্টি বিষয়ে লেকচার দিবেন কর্মশালার কী নোট স্পিকার জাতীয় পর্যায়ের পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা, 'শিশুর সাথে আপনার আচরণ কেমন হওয়া চাই' বিষয়ে লেকচার দিবেন বিশিষ্ট গবেষক ও কলামিস্ট ড. মুহম্মদ মাসুম চৌধুরী, 'শিশুদের মানুষ হিসেবে গড়ে তুলতে মা-বাবার ভূমিকা' বিষয়ে লেকচার দিবেন বিশিষ্ট শিক্ষা চিন্তক ও লেখক শামসুদ্দিন শিশির। মননশীল অনলাইন প্ল্যাটফর্ম 'ব্লগবাড়ি'র ব্যবস্থাপনায় প্রথম এ আয়োজন বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধনের অনুরোধ জানিয়েছেন ব্লগবাড়ি'র কর্ণধার কাজী সাঈদ। তিনি বলেন- 'এ কর্মশালার মাধ্যমে শিশুদের অভিভাবক, আগামীর পিতামাতা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা উপকৃত হবেন।'
ইভেন্ট ও আবেদন লিংক
Google Form: http://bit.ly/38iPA6M
Event: http://bit.ly/2H8Cqxe
বিস্তারিত জানতে ঃ 01919 938 660, 01814 896 738
গুগল ফরম পূরণ অথবা মুঠোফোনে কথা বলেও নাম নিবন্ধন করা যাবে। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০ ইং।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০