বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বোয়লখালী উপজেলার খিতাপচর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনা আখতারের অবসরকালীন বিদায় অনুষ্ঠান গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারহানা আফরোজের স্বাগত বক্তব্যে এবং সহকারী শিক্ষক মো. ফারুখের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিকাশ ধর, শাহরিয়ার সুলতানা।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক যথাক্রমে নজির আহমদ, নুরুল হুদা চৌধুরী, মো. ইলিয়াস, শংকর চক্রবর্তী, সুমি বড়–য়া, সৈয়দা রিফাত ফাতিমা, আনজুমান আরা, মর্জিনা বেগম, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন, উত্তম কুমার বিশ্বাস, মোহাম্মদ রফিক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাছিনা আখতারের দীর্ঘ চাকরি জীবনে যে সুনাম অর্জন করেছেন তা সবার কাছে অণুপ্রেরণা হয়ে থাকবে। তিনি মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে গেছেন।