নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের গাজীপুর মহানগর প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক ও দক্ষ সাংবাদিক নেতা গাজী খলিলুর রহমান। সেক্রেটারি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন সাংবাদিক নেতা হুমায়ুন কবীর।
৩ ডিসেম্বর গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের অফিসে ফোরামের সদস্যদের উপস্থিতিতে প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হোন । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফোরামের তত্বাবধায়ক জননেতা হোসেন আলী। প্রধান নির্বাচন কমিশনারকে সহায়তা করেন অন্য তত্বাবধায়ক নেয়ামত উল্লাহ শাকেরসহ অন্য অন্য দায়িত্বশীলবৃন্দ।