শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ বাসন থানা সংলগ্ন সংগঠনের প্রধান কার্য্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক আল-আমীন দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন কামালের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, আসন্ন কার্য্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন, সহকারী কমিশনার অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, এম আক্তারুজ্জামান, সাবেক সহ সভাপতি মো: ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন শামীম, শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী, আহবায়ক কমিটির সদস্য জসীমউদ্দিন প্রধান, সাংবাদিক ঐক্য পরিষদ সাবেক দপ্তর সম্পাদক মো: নাছির উদ্দীন নাছির, সংগঠনের সদস্য লোকমান হোসেন পনির, হাজী সাইফুল ইসলাম, পারভেজ মিয়া প্রমূখ।
আলোচনা শেষে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সাংবাদিক আল-আমীন দেওয়ান।
অনুষ্ঠানে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলার সদস্যগণ উপস্থিত ছিলেন।