কক্সবাজার প্রতিনিধি :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেন গতিশীল ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় সম্ভব। তাই ট্রেড ইউনিয়নকে গতিশীল করতে হবে।
প্রতিটি পেশায় ট্রেড ইউনিয়ন গঠনের পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে যত পেশা তত ইউনিয়ন এই স্লোগানকে সামনে রেখে ট্রেড ইউনিয়ন গঠনের ভূমিকা রাখা।
উপজেলা ও থানা পর্যায়ে পেশাভিত্তিক কমিটি গঠন ও কার্যক্রম মজবুত করার উদ্যোগ গ্রহণ করা।
‘যত পেশা তত কমিটি’ এ স্লোগানকে ধারণ করে তৃণমূল পর্যায়ে পেশা ভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া।
প্রত্যেক জনশক্তিকে পেশা ভিত্তিক কাজে নিয়োজিত করা ও দায়িত্ব বণ্টন করে দেওয়া।
পেশা ভিত্তিক পরিকল্পিত ভাবে জনশক্তি বৃদ্ধি ও ইউনিট গঠন করা। পেশা ভিত্তিক শ্রমিকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করা।
পেশা ভিত্তিক শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে মাঠ পর্যায়ে আন্দোলন গড়ে তোলা ও নেতৃত্ব দেওয়া।
সকল পেশায় দাওয়াতি কাজকে জালের মত ছড়িয়ে দেওয়া এবং শ্রমিকদের মাঝে প্রভাব সৃষ্টি করা ইত্যাদি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার উদ্যোগে উদ্যোগে আয়োজিত ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন এর সঞ্চালনায় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি ও ককসবাজার শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান, সহ-সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি মুহাম্মদ শাহজাহান, জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সরোয়ারুল ইসলাম,শ্রমিক নেতা রিদুয়ানুল হক জিসানসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০