কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:
গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে সোমবার বিকালে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে গণমিছিলটি শুরু হয়ে ডাকবাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোর্ড, থানার মোড় হয়ে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।
গণমিছিল শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন। অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবীণ নেতা আব্দুল করিম বেপারী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন প্রমুখ।
সমাবেশে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বলেন, গত ১৭ মে বিএনপির নাম ভাঙিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে এবং সাংবাদিকদের দাওয়াত করে এনে অপমান অপদস্থ করেছে তার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান।
তারা বলেন, একজন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মাদক ব্যবসায়ী রকি হোসেন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কাপাসিয়া বিএনপির মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। তারা আরো বলেন, মিথ্যা অপবাদ দিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। বিএনপির অনুষ্ঠিত সমাবেশ থেকে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সমাবেশ থেকে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০