শামসুল হুদা লিটন:
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাচুয়া গ্রামের দরিদ্র কিরন মিয়া। ৬/৭ মাস আগে মাছ ধরতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
একটি পা গুরুতর জখম হওয়ায় স্বাভাবিকভাবে হাটতেও পারেননা তিনি। অন্যের সহযোগিতায় এবং ক্রেচে ভর দিয়ে হাঁটতে হয়। ভারী কাজ করাও অসম্ভব হয়ে পড়ে। আয়ের তেমন কোন উৎস না থাকায় অনেক কষ্টকর হয়ে পড়ে স্ত্রী, তিন ছেলে-মেয়ে নিয়ে তাঁর পরিবার পরিজন চালানো।
কিরন মিয়া স্থানীয় জামায়াত নেতা রফিকুল ইসলাম বাবলুর সাথে তার দু:খ কষ্টের কথা খুলে বলেন। রফিক ইসলামও স্থানীয় জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ সাথে অসহায় কিরণ মিয়ার বিষয়টি গুরুত্ব সহকারে অবহিত করেন।
এরই ধারাবাহিকতায় ১১ এপ্রিল, শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহযোগিতায় তাকে একটি অষ্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বকনা গাভী প্রদান করা হয়।
আনুষ্ঠানিকভাবে গাভী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. সালাহউদ্দিন আইয়ুবী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাংকার মোঃ আকতার হোসেন, অধ্যাপক এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোনাব্বির,ডা. আল আমিন, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম বাবলু, ওয়ার্ড সাধারণ সম্পাদক মনির হোসেন, কবির এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সালাহউদ্দিন আইয়ুবী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসয়ম মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কর্মসূচী অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।