শামসুল হুদা লিটন:
খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ, মাদক মুক্ত সমাজ ও নৈতিক চরিত্র গঠনের প্রত্যয়ে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রায়েদ ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে আমরাইদ পশ্চিম পাড়া মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
লাল এবং সবুজ দলে বিভক্ত হয়ে স্থানীয় ছাত্র যুবকেরা এ খেলায় অংশ গ্রহণ করেন।
লাল দল ২/১ গোলে সবুজ দলকে পরাজিত করে বিজয়ী হয়।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কাপাসিয়া উত্তর থানা শাখার সভাপতি ছাত্র নেতা মুহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ।
খেলা উদ্বোধন করেন থানা সেক্রেটারি ছাত্র নেতা আবু সাঈদ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রায়েদ ইউনিয়ন শাখার সভাপতি জাহিদ হাসান।
খেলার শেষে প্রধান অতিথি আব্দুল্লাহ আল মারুফ সহ উপস্থিত নেতৃবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি চরিত্র গঠনের মাধ্যম। আদর্শ সমাজ বিনির্মাণের সহায়ক এক শক্তি।
ভবিষ্যতেও ইসলামী ছাত্রশিবির এ ধরনের ইতিবাচক আয়োজনে অগ্রণী ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০