কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলার নাশেরা গ্রামে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘দিশারী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ’র নতুন কমিটি গঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মাওলানা মাষ্টার মোঃ ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরদার এবং কোষাধ্যক্ষ ও মুয়াল্লিম মাওলানা শফিকুল আলম ফকির।
৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নাশেরা সুপার মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন দিশারী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শামসুল হুদা লিটন ও সমাবেশ সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাকির।
“জাতি গঠনে আলোকিত মানুষ চাই” এই শ্লোগানে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জের নাশেরা গ্রামের নবীন প্রবীণের সমন্বয়ে দীর্ঘদিন দিন যাবত সমাজ গঠনে ভূমিকা রাখছেন। নতুন কমিটির সদস্যরা এলাকার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। #