শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে সকল শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পহেলা জুলাই, মঙ্গলবার বিকেলে কাপাসিয়া উপজেলার ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পাশে শহীদ তাজউদ্দিন আহমেদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর – ৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল ফাত্তাহ, ইমতিয়াজ হোসেন বকুল সহ জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের উপজেলা নেতৃবৃন্দ।
পরে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিল শেষে জুলাই স্মরণে একটি বিশাল গণ মিছিল তাজউদ্দীন আহমদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।