কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় চাপাত আকবরিয়া দাখিল মাদ্রাসা মাঠে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে ও দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাজীপুর জেলার নায়েবে আমীর জনাব সেফাউল হক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর ফরহাদ হোসেন মোল্লা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা সহকারী সেক্রেটারী আবুল ফাত্তাহ, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আঃ আজিজ , দূর্গাপুর ইউনিয়নের আমীর এস এম আকরাম হোসেন,জামায়াত নেতা মাওলানা ইসমাইল পাঠান, মামুনুর রশীদ প্রমূখ।
শামসুল হুদা লিটন
কাপাসিয়া গাজীপুর