শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা সংগঠনের চাদপুর বাজারস্থ ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মোঃ জাকারিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি সেক্রেটারি আবুল ফাত্তাহ, উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল আজিজ, বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা ফয়জুল কবির সিদ্দিকী প্রমূখ।
নেতৃবৃন্দ কোরআনের শাসন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।