নিজস্ব প্রতিবেদক :
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিশনের সাহিত্য বিভাগের নিয়মিত লেখক ও কবি আতিক সুজনের শ্রদ্ধেয় পিতা,কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফিল্ড অফিসার জনাব আব্দুর রহমান চৌধুরী ৪ নভেম্বর রাত সাড়ে আটটায় ঈদগাঁস্থ বাসায় ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি— রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দীর্ঘ তিন বছর যাবত ক্যান্সারসহ নানা রোগে ভুগছিলেন। তাকে ঢাকার ক্যান্সার হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়েছে। তিনি চট্টগ্রাম জেলাধীন বোয়ালখালী থানার স্থায়ী বাসিন্দা এবং বোয়ালখালীর সাংসদ মঈনুদ্দিন খাঁন বাদলের আপন চাচাতো ভাইপো।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী রেখে যান। আজ সকাল দশটায় জাগিরপাড়া বায়তুশ শরফ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন তাকে দ্বিতীয় দফা জানাজা শেষে পৈতৃক নিবাস বোয়ালখালীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার একমাত্র পুত্র কবি আতিক সুজন মাইসফট লিমিটেড-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কবি ,সুরকার ও শিল্পী।
মরহুমের মৃত্যুতে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্র্রকাশ ও মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেছেন নিউজ ভিশন পরিবার।