**********************
ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিদের সংগঠন কক্সবাজার জেলা ফারিয়া র দ্বিবার্ষিক সন্মেলন ১৭ ই ফেব্রুয়ারি শুক্রবার সকালে কক্সবাজারের বিলাসবহুল হোটেল " বীচওয়ের সন্মেলন কক্ষে সংগঠন এর সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় ফারিয়া সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান এর উদ্বোধনী বক্তব্য এর মধ্যে দিয়ে শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া সভাপতি শফিক রহমান ও প্রধান বক্তা ছিলেন ফারিয়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
জেলা ফারিয়া সাধারণ সম্পাদক কাদের আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়া উপদেষ্টা মহিউদ্দিন, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম ভুঞা, কক্সবাজার আরএসএম এসোসিয়েশন সভাপতি পার্থ প্রতিম দাশ, আরএসএম এসোসিয়েশন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ , সাংগঠনিক সম্পাদক তারেক মোহাম্মদ ফারুক , কেন্দ্রীয় ফারিয়া যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ, কেন্দ্রীয় ফারিয়া যুগ্ন সম্পাদক জুয়েল খান, কক্সবাজার সদর ম্যানেজার এসোসিয়েশন সভাপতি তোছাদ্দেক হোসেন শাহীন, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক তৌহিদ উল্লাহ, যশোর জেলা ফারিয়ার সাধারন সম্পাদক বিজোর আহমেদ সাগর, হবিগঞ্জ-বানিয়াচং ফারিয়ার সভাপতি আব্দুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে শফিক রহমান বলেন "ফারিয়া সংগঠনের মাধ্যমে সকল ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ তাদের ন্যায্য অধিকার পাবেন। ইতিমধ্যেই তারা নীতিমালা অনুসারে শ্রম আইনের সহোযোগিতা নিয়ে শ্রম আদালতের মাধ্যমে অসংখ্য শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করে দিয়েছেন।"
প্রধান বক্তা হাবিবুর রহমান বলেন " কোম্পানিগুলো প্রতিনিধিদের হটাৎ চাকুরিচ্যুত রুখবেন, প্রতি সপ্তাহে ছুটি, ন্যায্য মজুরি নিশ্চিত করণ, অতিরিক্ত ডিউটির ন্যায্য মজুরি আদায়, সরকারি ছুটি নিশ্চিতসহ সকল অধিকার আদায়ের লক্ষ্যে কঠোর আন্দোলনেও যেতে হবে" ।
জুমার নামাজের পর দ্বিতীয় পর্ব কেন্দ্রীয় ফারিয়া সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান এর নের্তৃত্বে সরাসরি ভোটের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার জেলা ফারিয়া আওতাধীন সতেরোটি ইউনিট ফারিয়া নের্তৃবৃন্দ ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আনসার উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে ছালেহ আহমেদ নির্বাচিত হয়েছেন।
কক্সবাজারে আগত সকল কেন্দ্রীয় নের্তৃবৃন্দ ও সকল ইউনিট ফারিয়া নের্তৃবৃন্দ এর প্রত্যক্ষ সহযোগিতায় একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন নের্তৃত্ব উপহার দেওয়ায় ধন্যবাদ জানান কক্সবাজার জেলার সিনিয়র প্রতিনিধি ও কেন্দ্রীয় ফারিয়া সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০