মো:জাবেদুল আনোয়ার
স্টাফ রিপোর্টার কক্সবাজার।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে পাবলিক হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মেধাবীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা।
মঙ্গলবার (১২/৮/২০২৫) কক্সবাজার পাবলিক হলে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় মেধাবীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় মাওলানা মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল মোহাইমিন, জেলা আমীর নুর আহমেদ আনোয়ারি , আব্দুল্লাহ আল ফারুক এবং শহিদুল আলম বাহাদুর,ইন্টার্ন ডক্টরস এ্যাসোসিয়েশন এর সভাপতি ডা:আহম্মেদ আল হিশাম
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, চরিত্র ও আদর্শে উৎকর্ষ অর্জন করাও তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।”
প্রধান বক্তা মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, “শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা নৈতিকতা, নেতৃত্ব এবং মানবিকতার চর্চার মাধ্যমে পূর্ণতা পায়। তোমরা বিশ্বমুখী জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করার প্রস্তুতি নাও।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য অনুপ্রাণিত করেন।
শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।