নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
১৪ মে, রোজ শনিবার আশার আলো ফোরাম কর্তৃক বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার হলরুমে আশার আলো ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল ইসলাম নূরের পরিচালনায়, মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিমের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলম কোম্পানি। তিনি বলেন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। আর এ বিষয়টি মাথায় রেখে বর্তমান শিক্ষা বান্ধব সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মকে যারা সুশিক্ষায় শিক্ষিত করছেন সেই মহান কারিগরদেরকে ছাত্র-ছাত্রীদের ব্যাপারে আরও আন্তরিক হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক মোঃ আবদুল হামিদ, বাইশারী শাহ নুরুদ্দীন (রাহঃ) দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি নুরুচ্ছাফা ও সাংবাদিক আবদুর রশিদ, পরিচালনা কমিটির সদস্য আমিনুল হক, মাদ্রাসা শিক্ষক ইউপি সদস্য মোঃ নুরুল কবির, মাওলানা আবদুল গফুর, মাওলানা আবদুল্লাহ, মাওলানা জয়নাল আবেদীন, মাষ্টার এমদাদুল হক, মাষ্টার ওসমান, প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দু শাকুর আনসারী, আশার আলো ফোরামের সাবেক সভাপতি আরিফুল হক জকি এবং উক্ত ফোরামের সদস্য সামশু উদ্দিন, ইমরুল হাসান, জিয়া উদ্দিন, মিজানুর রহমান, বাইশারী শাহ নুরুদ্দীন রাহঃ দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি আমানুল হক, সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানবিরুল ইসলাম ও তারেক মনোয়ার প্রমূখ।
অনুষ্ঠানে শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া ছাত্র-ছাত্রী ও সাবেক শিক্ষক, ও সাবেক সভাপতিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থীর মেধার মূল্যায়ন, গরীব অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং বৃহৎ মিশনকে সামনে নিয়ে বেশ কিছু নিঃস্বার্থ তরুণ ২০১৬ সালে প্রতিষ্ঠা করেছে “আশার আলো ফোরাম”।