প্রেস বিজ্ঞপ্তি :
আজকের মানব সময় পত্রিকার সম্পদক এম মোসলেহ উদ্দিন বাহারের সভাপতিত্বে মানব সময় পত্রিকার অফিসে পাঠকদের নিয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মন্টেস লেবার কংগ্রেসের সভাপতি মোঃ ফারদ উদ্দিন, প্রধান বক্তা আলোর পথে পত্রিকার সম্পাদক মোঃ বাবুল হোসেন বাবলা, বিশেস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন ”ডাক দিয়ে যায়’র” কেন্দ্রীয় সভাপতির সাংগঠনিক সচিব মোঃ বেলাল হোসাইন শান্ত। জাতীয় দৈনিক “আমার সময়” পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ খলিলুর রহমান , দৈনিক প্রতিদিনের বাংলাদেশ;র সহকারী সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, একুশের বানী পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, যুব সংগঠক সরওয়ার কামাল, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পাঠকরা হল পত্রিকার প্রাণ। পাঠক নিজ নিজ দায়িত্বে পত্রিকা সংগ্রহ করে,নিজে পড়বেন অন্যকে ও পড়ার জন্য উৎসাহিত করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরনের মধ্যে দিয়ে মানব সময় পত্রিকা এগিযে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন। প্রধান বক্তার বক্তব্যে সাংবাদিক বাবুল হোসেন বাবলা বলেন আজকের মানব সময় পত্রিকা অন্তরালের খবর প্রকাশের মাধ্যমে ফাঠকদের আস্থা অর্জন করে নিয়েছে। পত্রিকার সহকারী সম্পাদক এম জে জুয়েল’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পাঠকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আঃ রউফ, হাসি আক্তার কলি, মোঃ শওকত, মোঃ এরশাদ. মোঃ সাঈম,. আফছানা, আমেনা, মাসুরা, শিরিন, সুমি, কম্পিউটার অপারেটর রিয়া দাশ. মো আলাউদ্দিন, আফরোজা আক্তার. প্রমূখ ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০