বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
এটুআই পরিচালিত সারাদেশের শিক্ষকদের আইসিটি প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়নের ডিসেম্বর মাসে দেশ সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক ইসলাম।
বুধবার (৪ ডিসেম্বর) এটুআই কর্তৃপক্ষের আইসিটি ডিভিশন থেকে ফারুক ইসলামের সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ার বিষয়টি মেইল এবং শিক্ষক বাতায়নের পোর্টালে নিশ্চিত করে। শিক্ষক মো. ফারুক ইসলাম ২০২১ সালের ১৩ এপ্রিল শিক্ষক বাতায়নের চট্টগ্রাম জেলা এম্বাসেডর নির্বাচিত হন। শিক্ষক বাতায়ন পোর্টালে নিয়মিত কনটেন্ট আপলোড ও বিভিন্ন এক্টিভিটির কারণে বাতায়ন কর্তৃপক্ষ তাকে সেরা কনটেন্ট নির্মাতা হিসাবে নির্বাচিত করেন।
তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ২০১৭ সালে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক, ২০২২ সালে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। ২০১৯ সালে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে বৈদেশিক প্রশিক্ষণ ও শিক্ষা সফরে ফিলিপাইন ভ্রমণ করেন।
এদিকে, তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহেদা বেগম, বিকাশ ধর, শাহরিয়ার সুলতানা, নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যাপক মো. ইকবাল, শিক্ষক নেতা মোহাম্মদ শওকত হোসেন, চট্টগ্রাম জেলা আইসিটি এম্বাসেডর ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০