রফিকুল ইসলাম জসিম | নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট-এর বাংলা বিভাগ থেকে অনার্স পরীক্ষায় ফার্স্ট ক্লাস (CGPA 3.59 out of 4) অর্জন করেছেন মণিপুরী মুসলিম (পাঙ্গাল) শিক্ষার্থী ইফফাত আরা নিসা। এই কৃতিত্বপূর্ণ অর্জনের মাধ্যমে তিনি নিজ পরিবার, সমাজ ও সম্প্রদায়ের মুখ উজ্জ্বল করেছেন।
নিসা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের মণিপুরি মুসলিম সম্প্রদায়ের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. সালাহ উদ্দিনের কন্যা। নিসা বিবাহিত শিহাব মোস্তাকিম আপন-এর সঙ্গে, যিনি তার স্বামী। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের পুত্রবধূ এবং মণিপুরি মুসলিম সমাজের নারী লেখিকা ও কবি রওশন আরা বাঁশি খূৎহৈবম-এর পুত্রবধূ হিসেবেও পরিচিত।
ছোটবেলা থেকেই নিসা পড়াশোনায় মনোযোগী ও মেধাবী ছিলেন। স্থানীয় স্কুল-কলেজে শ্রেষ্ঠত্বের সঙ্গে পাঠ শেষ করে তিনি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে শাবিপ্রবিতে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়জীবনে পাঠচর্চার পাশাপাশি সাহিত্যচর্চা ও সহশিক্ষা কার্যক্রমেও তিনি সক্রিয় ছিলেন।
নিসা বলেন, “এই অর্জনের জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার বাবা-মা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা না পেলে এটা সম্ভব হতো না। আমি ভবিষ্যতে বাংলা সাহিত্য গবেষণায় অবদান রাখতে চাই।
তার এই অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও পাঙ্গাল সমাজের সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।