রফিকুল ইসলাম জসিম
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামের মণিপুরী মুসলিম (পাঙাল) সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী রেজভী আহমেদ বুলবুল এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস (GPA-5) অর্জন করেছেন। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গর্বিত।
রেজভী শ্রীমঙ্গল উপজেলার ‘বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সে লেখাপড়ায় মনোযোগী এবং উচ্চাকাঙ্ক্ষী ছাত্র হিসেবে পরিচিত। প্রাথমিক শিক্ষার সময় ‘ক্লাসিক আইডিয়াল স্কুল’ থেকে পড়ালেখা শুরু করে পঞ্চম শ্রেণিতে সাধারণ বৃত্তি অর্জন করেন, যা ছিল তার প্রথম বড় স্বীকৃতি।
রেজভীর বাবা আহম্মদ হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত এবং মা আনোয়ারা বেগম একজন গৃহিণী। সন্তানের এই অর্জনে তারা দারুণ খুশি ও আবেগাপ্লুত। মা আনোয়ারা বেগম বলেন, “রেজভী ছোটবেলা থেকেই নিজের পড়ালেখা নিয়ে খুবই সচেতন। তার এই সাফল্যে আমি খুব আনন্দিত। ওর কঠোর পরিশ্রম এবং আল্লাহর রহমতেই আজকের এই ফল।”
বাবা আহম্মদ হোসেন বলেন,“ছেলেটা বরাবরই পরিশ্রমী ও লক্ষ্যনির্ভর। গোল্ডেন এ প্লাস পাওয়া আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। আমরা সবসময় ওকে নৈতিক শিক্ষা ও আত্মবিশ্বাস দিয়েছি।”
রেজভী বলেন,“আমি একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। শুধু ভালো রেজাল্ট নয়, প্রযুক্তির মাধ্যমে সমাজে অবদান রাখতে চাই।” তিনি আরও বলেন, এই অর্জনের পেছনে তার মা-বাবার দোয়া, শিক্ষকদের দিকনির্দেশনা ও নিজের অধ্যবসায়ই মূল ভূমিকা রেখেছে।
রেজভীর সাফল্যে তার স্কুলেও আনন্দের বন্যা বইছে। শিক্ষকরা জানান, রেজভী সবসময় মনোযোগী, শৃঙ্খলাপরায়ণ এবং লক্ষ্যভিত্তিক ছাত্র ছিল।
একজন শিক্ষক বলেন,“রেজভীর এই অর্জন আমাদের স্কুলের জন্যও এক গর্বের ব্যাপার। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
এই কৃতিত্ব শুধু রেজভীর নয়—বরং তার পরিবার, স্কুল, দক্ষিণ তিলকপুর গ্রাম এবং মণিপুরী মুসলিম (পাঙাল) সম্প্রদায়ের জন্যও এক গর্বের মাইলফলক। তার মতো শিক্ষার্থীরা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।