বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল হক বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন। বর্তমানে প্রতিটি স্কুলে আইসিটি সরঞ্জাম, দৃষ্টিনন্দন ভবন, খেলাধুলার সামগ্রীসহ শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। স্মার্ট নাগরিক গড়তে শিক্ষক, অভিভাবকসহ সকলকে কাজ করতে হবে। তবেই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাবো।
তিনি গতকাল বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে "প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ " শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (স্বাধীনতা) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। এতে বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর মো. বোরহান উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহেদা বেগম, বিকাশ ধর, শাহরিয়ার সুলতানা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০