ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ

বরমচাল চা-বাগান থেকে ঢাবিতে প্রথম ছাত্রী

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২৬ জুন ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ

Link Copied!

Oplus_131072

চা-শ্রমিক পরিবারের মেয়ে ইতি গৌড় (১৯) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগেও সুযোগ পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ইতির।
ইতিদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানের ডিপো লাইনে। ওই বাগান থেকে এর আগে কেউ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাননি। তিন বোনের মধ্যে ইতি সবচেয়ে ছোট।
গত মঙ্গলবার বিকেলে ইতিদের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। বাগানের রাস্তার পাশে ছোট একটি টিলার ওপর তাঁদের ঘর। সেখানে ইতি, তাঁর বাবা শংকর গৌড় ও মাসি ষষ্ঠী গৌড় থাকেন।

ইতির মা সুমিত্রা গৌড় ছিলেন চা-শ্রমিক। প্রায় দুই বছর আগে অসুস্থ হয়ে মারা যান। বাবা শংকর গৌড় বাপেক্সের স্থানীয় গ্যাসক্ষেত্রে নিরাপত্তাকর্মীর কাজ করতেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হলে ২০১৮ সালে চাকরি ছাড়তে হয় তাঁকে। বর্তমানে তিনিও অসুস্থ।

প্রাথমিক শিক্ষা শেষ করেন বরমচাল মিশন স্কুল থেকে। এরপর ভর্তি হন বরমচাল উচ্চবিদ্যালয় ও কলেজে। ২০২২ সালে এসএসসিতে জিপিএ ৪ দশমিক ৬৭ এবং ২০২৪ সালে ইউছুফ-গণি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসিতে জিপিএ ৪ দশমিক ৮৩ পান।
ইতি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন আগে থেকেই ছিল। এইচএসসির পর প্রস্তুতি শুরু করি। ঢাকা, শাহজালাল, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। জগন্নাথে ভালো হয়নি, জাহাঙ্গীরনগরে অপেক্ষমাণ তালিকায় থাকায় হতাশ হয়ে পড়ি। পরে শাহজালালে বিবিএতে চান্স পাই। দেরি না করে ভর্তি হয়ে যাই। এর কয়েক দিন পর ঢাবির ফল আসে, ফিন্যান্স বিভাগে টিকি। তখন সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরিচিতজনেরা ঢাবিতে ভর্তি হতে বলেন, তাই শাহজালাল থেকে ভর্তি বাতিল করে ঢাবিতে যাচ্ছি।’

বড় বোন স্মৃতি গৌড়ের বিয়ে হয়ে গেছে। স্মৃতির স্বামী ঢাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মেজ বোন সুইটি গৌড় ঢাকার মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং কোর্সে ভর্তি হয়েছেন। মা সুমিত্রা গৌড়ের নামে থাকা দুই বিঘা জমি ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করে বাবার চিকিৎসা, সুইটির পড়াশোনা ও ভর্তির খরচ চালানো হয়।

ইতির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগের খবর পেয়ে স্থানীয় কিছু শিক্ষানুরাগী পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ তাঁর ভর্তির খরচ দিয়েছেন। চা-বাগানের শিক্ষার্থীদের সংগঠনগুলোও সহায়তার আশ্বাস দিয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ইতি বলেন, ‘আগে ভালোভাবে লেখাপড়া শেষ করতে চাই। ভালো রেজাল্ট হলে চাকরি পাওয়া কঠিন হবে না। ফিন্যান্সের পড়া শেষ করে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বিষয়ে পড়ার ইচ্ছা আছে।’
মেয়ের এ সাফল্যে খুশি বাবা শংকর গৌড়। তিনি বলেন, ‘বাপেক্সে চাকরি করার সময় বড় বড় স্যার আসতেন, যাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তখন ভাবতাম, যদি আমাদের কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারত! ঈশ্বর সেই ইচ্ছা পূরণ করেছেন। সুমিত্রা (স্ত্রী) নিশ্চয়ই অনন্তলোক থেকে মেয়েদের জন্য আশীর্বাদ করছেন।’
ইতিকে বাগানের ‘আলো’ বলছেন বরমচাল বাগানের বাসিন্দা ও শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী নিত্যানন্দ দাস। তিনি বলেন, ‘এই বাগান থেকে আগে কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি। নিজের মেধা ও পরিশ্রমে ইতি পেরেছে। তার জন্য সবার শুভকামনা আছে।’

বরমচাল চা-বাগানের ব্যবস্থাপক শাহরিয়ার পারভেজ বলেন, ‘ইতির বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি আমাকে কেউ জানাননি। খোঁজখবর নেব।’

270 Views

আরও পড়ুন

টেকনাফে র‍্যাব-বিজিবি’র যৌথ অভিযানে সাড়ে৩লাখ ইয়াবা উদ্ধার,আটক-১

দূর্গা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে র‍্যাব ১৫ কক্সবাজার

মধ্যনগরে গুণী শিক্ষক নির্বাচিত হলেন অজয় কুমার রায়

ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় ১ দিন বাড়ালো

চাকসুতে প্রার্থী হচ্ছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ

চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু হল সংসদে পূর্ণ প্যানেল দিলো ছাত্রীসংস্থা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

র‍্যাব১৫-বিজিবির যৌথ অভিযানে টেকনাফে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক মিয়ানমার নাগরিক আটক

পাহাড় বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে মুফিজ, নিরব বন কর্মকর্তা।

টেকনাফে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার