জবি প্রতিনিধিঃ
গুচ্ছে অন্তর্ভুক্ত ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া আগামীকাল ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) রাত বারোটার পুর্বে শেষ হচ্ছে। আগামী ২৮ অক্টোবর (শুক্রবার) রাত বারোটার পুর্ব পর্যন্ত আবেদন ফি পরিশোধ করা যাবে। নির্ধারিত সময়ের পরে আবেদন ও টাকা জমাদানের সময় বাড়ানো হবে নাহ।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ আগামীকাল নির্ধারিত সময়েই আবেদন প্রক্রিয়া সমাপ্ত হবে। ভর্তির আবেদন শেষ হওয়ার পর দুই থেকে তিন দিনের মাঝে মেরিট প্রকাশ করা হবে। সিট ফাঁকা স্বাপেক্ষে একাধিক মেরিট প্রকাশ করা হবে। এরজন্য নতুন করে আর কোন আবেদন করতে হবে নাহ।’
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শুরু হয় ভর্তি আবেদন প্রক্রিয়া। এরআগে ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।