রফিকুল ইসলাম জসিম ■ আজ শুক্রবার (২২ আগস্ট ২০২৫) প্রথমবারের মতো কমলগঞ্জ চা জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন ও সদর উপজেলার বিভিন্ন চা বাগানের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে সংবর্ধনা পান। মাধবপুর ইউনিয়নের শিববাজার এলাকায় মনিপুরী ললিত কলা একাডেমি প্রাঙ্গণে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হাবিবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো: সালিক আহমেদ ভুইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আবাব মিয়া এবং ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জয় কৈরি।
সংগঠনের সভাপতি জিয়ানা মাদ্রাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক লিটনগঞ্জ, অর্থ সম্পাদক সাব্বির আহমেদ, সৌরভ বীন, ধীরেন বোনার্জী, সুমন রবিদাস, গোপাল মান্দ্রাজী, পদ্মাবতী দাস, প্রতি গঞ্জু, সাজিয়া বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, চা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ জাগাতে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০