সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
মধ্য বয়সী এক নারী মোছাঃ নারগিস আক্তার (৩৫) পিতামৃত আব্দুল হাশিম গ্রাম রামসাইরগাও ইউপি বাংলাবাজার উপজেলা দোয়ারাবাজারে জেলা সুনামগঞ্জ।নারগিস আক্তারের বিয়ে হয়েছিল জেলার
ধরমপাশা উপজেলার ঘিরইল গ্রামের দিনমজুর কামাল মিয়ার সাথে তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে।
তিন বছর আগে নারগিস আক্তারের দুরারোগ্য চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা নিয়েছেন বিভিন্ন স্থানে টাকার অভাবে দিনমজুর স্বামী চিকিৎসা করাতে না পেরে নারগিস আক্তারকে পিতার বাড়িতে রেখে তিন ছেলে নিয়ে উধাও হয়ে গেছে। বাবা জীবিত নাই ৫ ভাই দিনমজুরের কাজ করে তাদের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। পল্লী চিকিৎসকগণ ধারনা করছেন স্কিন ক্যান্সার হয়েছেন।
এ অবস্থায় তিনি সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্য চেয়েছেন।
নারগিস আক্তারের মা পিয়ারা খাতুন জানান, তাঁর স্বামী আব্দুল হাশিম ছিলেন অত্যন্ত কর্মঠ মানুষ। তার শ্রমে ঘামে সংসার চলতো।স্বামী মারা যাওয়ার ৫ ছেলে নিয়ে অতি কষ্টে দিনপাত করছেন এর মধ্যে অসুস্থ মেয়ে নারগিস আক্তারকে স্বামী ফেলে উধাও হয়ে গেছে। আমার মেয়ের স্কিন ক্যান্সার হয়েছে পায়ে পচন ধরেছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিনা। আমি সবার সহযোগিতা চাই।
নারগিস আক্তার জানায়, সে নিজেও চর্মরোগ ও স্কিন ক্যান্সার রোগে কষ্টে ভূগছেন বহুদিন থেকে। অর্থাভাবে দু’বেলা খেতে পারছেন না। এর ওপর সুচিকিৎসার জন্য টাকা কোথায় পাবেন। এ অবস্থায় তিনি সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্য চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০