মু.তারিকুল ইসলাম আউয়াল,জেলা প্রতিনিধি।
করোনার এই দূর্যোগ মূহুর্তে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যাপক আলোচিত,যিনি মানুষের ভরসা ও ভালবাসার জায়গা করে নিয়েছেন,তিনি হলেন শ্রীমঙ্গল র্যাব-৯ এর কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম।
তিনি মানুষকে সচেতনতার পাশাপাশি মানব সেবায় যার অসাধারণ অবদান।
উনার কার্য্যক্রমে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ তাঁকে হ্নদয় থেকে ভালবাসে ও সার্বিক মঙ্গল কামনা করে।
গতকাল রাত সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল উপজেলার উত্তরসূর গ্রামের এক গর্ভবতী মহিলার প্রস্রব ব্যাথা মারাত্বক আঁকার ধারণ করলে,করোনার ভয়ে কোনো গাড়ি পাওয়া যায়নি।
এমতাবস্থায় রোগির স্বজন বাধ্য হয়ে ফোন করেন মানবতার সেবক র্যাব কমান্ডার মো. আনোয়ার হোসেন শামীমকে।
তিনি ফোন ধরেই বিস্তারিত জানার পর বললেন দুই মিনিট!! রেডি হয়ে বের হচ্ছি!!
কিছু সময়ের ভিতরেই উপস্থিত হন র্যাবের এই মহানায়ক।
তিনি নিজে কোলে নিয়ে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেন সেই নারীকে।
যার ভূয়সী প্রশংসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঐ নারীর একটি পুত্র হয় এবং উভয়ই তারা সুস্থ্য আছেন।