
মোঃ তারেক, মহেশখালী :
আজ ৮ ফেব্রুয়ারি ঈসায়ী কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় হুজুর খ্যাত সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত আলেমেদ্বীন বড় মহেশখালী নতুনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের একনাগাড়ে ৩৬ বছরের খতীব ও পেশ ইমাম, নতুন বাজার বড় মাদ্রাসার প্রতিষ্টাতা এবং আমৃত্যু পরিচালক জনাব মরহুম মাওলানা আলতাফ হোছাইন (রহঃ) এর ১৯তম মৃত্যু বার্ষিকী।
২০০১ ঈসায়ী ৮ ফেব্রুয়ারি, এইদিনে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি অত্যন্ত সৎ, কর্মঠ, সদালাপী, বিনয়ী এবং ধর্মীয় বিধি-বিধান যথাযথভাবে অনুসারী ব্যক্তি হিসেবে দৃষ্টান্ত ছিলেন।
আজ ১৯তম মৃত্যুবার্ষিকীর দিনে মরহুমের আত্মীয়-স্বজন, অনুসারী, সহকর্মী, শুভাকাংখী, গুণগ্রাহীসহ সকলের নিকট মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারের পক্ষ থেকে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০