আবু তৌহিদ,আটোয়ারী,পঞ্চগড়ঃ
আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বীর মুক্তি যোদ্ধা, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান এর দ্বিতীয় কন্যা,রোকসানা বেগম শম্পা বলরামপুর ইউনিয়নের প্রথম নারী ইউ,এনও।
তিনি নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় এই প্রথম একজন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ২৭ জুলাই যোগদান করেন এবং ২৮ জুলাই দুপুর ৩ টায় আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ উপজেলায় যোগদান করবেন বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।
নবাগত ইউএনও রোকসানা বেগম এর আগে মিঠাপুকুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ছিলেন। তিনি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার থেকে ইউএনও পদে যোগদান করলেন। তিনি ৩৩তম বিসিএসে যোগদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তার এটি প্রথম কর্মস্থল।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০