নিজস্ব প্রতিবেদক :
দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার ২০১৯ সালে বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন পত্রিকাটির ষ্টাফ রিপোর্টার এম এ মোতালিব ভুঁইয়া । দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার নির্বাচক মন্ডলী এবার মোতালিব ভুঁইয়াকে বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত করেছেন।বর্ষসেরা রিপোর্টার হিসেবে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিতিরা।
সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে প্রর্দাপণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মো: মতিউর রহমান।
দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও পত্রিকার স্টাফ রিপোর্টার একে মিলন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও প্রেসক্লাবের সভাপতি পিপি এড. শামছুন্নাহার বেগম শাহানা, আসক ফাউন্ডেশনের জেলা সভাপতি মোঃ ফজলুল হক, আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আসাদুল্লাহ সরকার, সদর থানার ওসি (অপারেশন) মোঃ মোরশেদ আলম, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, নয়া দিগন্তর’র জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, মান্নার গাও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ,নূর মোহাম্মদ স্বজন, মাহবুবুর রহমান তালুকাদার, সাংবাদিক এম এ করিম লিলু,আশিক মিয়া,হারুন রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমান বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের দায়িত্ব। বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারনে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বলেই ৪০ টির মত টেলিভিশন চ্যানেলের অনুমতি দিয়েছেন। এতে সাধারণ মানুষের মতমত তুলে ধরতে পারছেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো তুলে ধরে গঠনমুলক সমালোচনা করার আহবান জানান। হাওরাঞ্চলের কথা পত্রিকার সমৃদ্ধি ও দীর্ঘাযু কামনা করে নিপিড়িত মানুষের সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে তুলেধরার জন্য সাংবাদিকদের আহবান জানান।
সাংবাদিক এম এ মোতালিব ভুঁইয়া দোয়ারাবাজার প্রেস ক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার ষ্টাফ রিপোর্টার,নিউজ ভিশন ও তামিম টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক জনতার কন্ঠের ষ্টাফ রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০