মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী সদর নিবাসী বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৮০) মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬এপ্রিল) রাত ৯ঃ৩০ ঘটিকার সময় শিকদার কলোনীর ভাড়াটিয়া বাসায় মৃত্যুবরন করেন।(ইন্নালিল্লাহি… রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ছেলে রেখে গেছেন।
উপজেলা বীর মুক্তিযোদ্ধা মো.আলী আকবর বলেন, আমজাদ হোসেন সে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। তিনি যুদ্ধের মধ্যে ভারত থেকে ট্রেনিং নিয়ে আসে। তারপর ঢাকা ও নারায়ণগঞ্জে যুদ্ধ চলাকালীন অংশ গ্রহন করে।
উপজেলা মেডিকেল অফিসার ডা.ফাইজুর রহমান বলেন,মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আ্যজমা,শ্বাসকষ্ট জনিত রোগ ভোগছিলেন। যেহেতু করোনার সংক্রমণের সময়ে শ্বাসকষ্ট নিয়ে তাঁর মৃত্যু হয়েছে কি না, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না,তাকে প্রাথমিক দেখে তার ভিতরে কোনো রকম ধারনা পাওয়া যায় নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা বলেন, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন কে রাষ্ট্রীয় মর্যাদা ও নামাজে জানাজা শেষে মালিপাড়া মাদ্রাসা সংলগ্ন গোরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।