অলিউর রহমান,স্টাফ রিপোর্টারঃ
ছাতকে দিনমজুরের দু’শিশু মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সাহায্যের আবেদন। উপজেলার দোলারবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলমপুর গ্রামের বাসিন্দা দিনমজুর বশর আলীর সন্তান বুশরা(৯) হুমায়রা(৭) নামের দু’বোনের দেহে মরনব্যাধি ক্যান্সার বাসা বেধেছে। ক্যান্সার আক্রান্ত দু’শিশু বুশরা ও হুমায়রা বাঁচতে চায়। তারা সকলের কাছে মানবিক সহায়তার আবেদন করেছে। দু’শিশুকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলের সহযোগিতা চেয়েছেন দিন মজুর বশর আলীর পরিবার। স্থানীয় লোকজনের দেয়া সহায়তায় বশর আলী তার সন্তানদের সামান্য চিকিৎসা চালিয়ে যেতে পারলেও বর্তমানে তিনি অক্ষম হয়ে পড়েছেন। চিকিৎসার প্রয়োজনীয় অর্থ যোগান না থাকায় এক সময় হয়তো নিভে যেতে পারে মেয়ে দু’টির জীবন প্রদীপ। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন জানান, এলাকার লোকজনের দেয়া সহায়তা ক্যান্সার চিকিৎসার মতো ব্যয় বহুল চিকিৎসায় অপ্রতুল। তাদের ক’দিন পর পর শরীরের রক্ত বদলাতে হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে সকল মহলকে এগিয়ে আসার জন্য তিনিও আহবান জানান। সহায়তা প্রদানের জন্যে মোবাইল নাম্বার ০১৭২৩৫০৮৫৯২ (নগদ)বিকাশ