নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহন করেছেন। যুবকের নাম মিল্টন দাস,পিতা- তপন দাস,মাতা- রত্ন দাস, সাং- চিরিঙ্গা হিন্দু পাড়া,৪ নং ওয়ার্ড,উপজেলা- চকরিয়া,জেলা- কক্সবাজার। ইসলাম ধর্ম গ্রহনের পর তার নাম রেখেছেন মোহাম্মদ হুযাইফ । নও মুসলিম মোহাম্মদ হুযাইফ বলেন- পবিত্র ইসলাম ধর্মই একমাত্র সত্য এবং শান্তির ধর্ম। পবিত্র ইসলামের আদর্শের প্রতি আকৃষ্ট হইয়া তিনি তার পৈত্রিক সনাতন ধর্ম ত্যাগ করিয়া গত ১০/১০/১৯ ইং তারিখে নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে ১৯৬৩ নং হলফনামা সম্পাদন করে এবং মসজিদের ইমাম সাহেবের মারফতে পবিত্র কলেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহন করে।
তিনি আরো জানান, পবিত্র ইসলাম ধর্ম গ্রহন ও নাম পরিবর্তনে আমাকে কেহ প্ররোচনা বা প্রলোভন দেখাই নাই। বরঞ্চ আমি সেচ্ছায়, স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহন করিলাম। এতে আমার ইচ্ছার বিরোদ্ধে যদি আমার কোন আত্বীয়- স্বজন আমাকে সাবেক সনাতন ধর্মের প্রতি প্রত্যাবর্তনের চাপ সৃষ্টি করে তা আইনতঃ অগ্রাহ্য হইবে।