নাঈম আহমেদ তুহিন, আশাশুনি :
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আইতলা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী শ্রীপতি বাছাড়ের পাশে দাঁড়ালেন স্থানীয় চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠন ও দানবীর ব্যক্তিত্ব। রবিবার ও সোমবার আয়তলা গ্রামে শ্রীপতি বাছাড়ের বাড়িতে গমন করেন তারা।
জানাগেছে, বুধহাটা বাজার ও কুল্যার মোড় বাস স্ট্যান্ডে বাদাম বিক্রি করেই শ্রীপতি বাছাড়ের সংসার চলে। তার ৭ মাস বয়সি বাচ্চাকে ২ দিন পর পর ০১ প্যাকেট দুধ কিনে খাওয়াতে হয়। যা তার পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠছিলো।
তার এ অসহায়ত্বের স্বচিত্র প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন সাতক্ষীরা সরকারি কলেজের বিবিএ ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ নাঈম আহম্মেদ তুহিন। মুহূর্তের মধ্যেই পোষ্টিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন সামাজিক সংগঠন পরিবারটির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
এ দিন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষার্থী নাঈম আহম্মেদ তুহিন ও মাসকুরা জাহান মিমের এর উদ্যোগে তাদের বন্ধু ও ফ্রি মোশনস্ গ্রুপের পক্ষ থেকে অসহায় পরিবারের হাতে ৭হাজার একশত টাকা তুলে দেওয়া হয়। এর আগে ১৬শত পঞ্চাশ টাকা প্রদান করা হয়।
একই সাথে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসহায় পরিবারকে নগদ অর্থ সহ টিসিবির পণ্য অনুদান প্রদান করেন। এছাড়া বুধহাটা ইউপির বেউলা ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী ও এবিসি কেজি স্কুল বুধহাটা আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় সাতক্ষীরা সরকারি কলেজের মানবিক প্রভাষক ইদ্রিস আলী স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।