জাবেদ ভূঁইয়া
মিরসরাই প্রতিনিধি।
মিরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউ.পি. দক্ষিন বামন সুন্দর গ্রামের বসুল্লা টেন্ডল বাড়ীর দরিদ্র পরিবারের ছেলে মো: শেখ ফরিদ। পরিবারের ৬ সদস্যের মুখে আহার তুলে দেওয়ার একমাত্র মাধ্যম ছিলো ফরিদ।
গত ৮ বছর ধরে গাছ কাটার মেইলে কাজ করে পরিবারের সবার মুখে আহার তুলে দিতো ফরিদ। প্রতিবেলায় ভালো কিছু না হোক, মোটা চালের সাদা ভাত দিয়ে দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী এবং বৃদ্ধ মাকে নিয়ে ভালোই চলছিলো ফরিদের জীবন।
কিন্তু একটি দুর্ঘটনা যেন সব কিছুই শেষ করে দিলো।
গত ১৫ নভেম্বর ২০১৭ ইং সূফিয়া মাদ্রাসার উত্তর পাশে গাছ আনতে ট্রলি নিয়ে যাওয়ার সময় পায়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় ফরিদ।
এরপর প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হলেও অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয় ঢাকা পঙ্গু হাসপাতালে।
সেখানে তারা তার বাম পা কেটে পেলে দেয় এবং ডান পায়ে সার্জারি করে রড দিয়ে বেঁধে দেয়।
একটি পা হারিয়ে দীর্ঘ দুই বছর স্ক্যাচে ভর দিয়ে জীবনের গ্লানি টানতে থাকে।
কিন্তু কথা ছিলো দুই বছর পর ডান পায়ের আবার অপারেশন করানোর। এই অপারেশন করতে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার প্রয়োজন। কোথায় পাবে অভাবের এই সংসারে এত গুলো টাকা?
তাই তিনি নিউজ ভিশন ৭১ এর মাধ্যমে বাংলাদেশের স্বেচ্ছাসেবী এবং দানশীলদের কাছে সাহায্যের হাত পেতেছেন।
ফরিদের এই অসহায় পরিবারে নিকট এগিয়ে আসুন। অন্তত একটি পা থাকলে ফরিদ জীবন সংগ্রাম করে তার পরিবার চালাবে।
বিকাশ নাম্বার ০১৮৩৬১৬৫১২৬(শেখ ফরিদ) পাঠানোর আগে কল করুন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০