মোঃ আজিজার রহমান, দিনাজপুরঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও, ৩ কোটি পরিবারকে আর্মি রেটে রেশন সরবরাহ ও উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দের দাবিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন খানসামা উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত।
৪ জুন রা সাড় ৮টায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন খানসামা উপজেলা শাখার উদ্যোগে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো,সারাদেশের ৩ কোটি পরিবারকে আর্মি রেটে রেশন সরবরাহ এবং জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দসহ ৮ দফা দাবিতে পাকেরহাট বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন খানসামা উপজেলার সংগঠক সাইফুল সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক এ, এস, এম, মনিরুজ্জামান মনির, খানসামা উপজেলা শাখার সংগঠক সাংবাদিক আজিজার রহমান প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন দেশে চাল, ডাল, তেলসহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে চলছে। এই দূরমূল্যের বাজারে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সারাদেশে কমপক্ষে ৩ কোটি পরিবারকে আর্মি রেটে রেশন সরবরাহ করতে হবে। নেতৃবৃন্দ বলেন, বর্তমান রাতের ভোটে ক্ষমতা দখল করা অবৈধ সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় নিত্যপণ্যর দাম অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে । ক্ষমতায় থাকা ও ক্ষমতার বাইরে থাকা ধনীক শ্রেণীর পাহারাদার রাজনৈতিক দলগুলো অবৈধভাবে নিত্যপণ্যর মূল্যবৃদ্ধিকারী সিন্ডিকেট,দেশের সম্পদ বিদেশে পাচারকারী দুর্নীতিবাজ আর শ্রমিক কৃষকের উপর নির্মম শোষণকারী পুজিপতিগোষ্ঠীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করবে না। উপরন্তু নিজেদের মধ্যে ক্ষমতা দখলের অশুভ প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বীতার সংঘাত, সংঘর্ষে সাধারন মানুষের উপর জুলুম নির্যাতন বৃদ্ধি করছে, জান মালের ক্ষয়ক্ষতি করবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। নেতৃবৃন্দ এর বিরুদ্ধে শ্রমিক কৃষক মেহনতী মানুষের নিজস্ব প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। নেতৃবৃন্দ আসন্ন জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ন্যূনতম ৪০% প্রত্যক্ষ বরাদ্দ এবং বিশেষ বরাদ্দ দিয়ে শ্রমজীবী নিম্ন আয়ের ৩ কোটি পরিবারকে আর্মি রেটে রেশন সরবরাহসহ ৮ দফা দাবিতে ৫ জুন ২০২২ অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০