সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।
রবিবার (২১শে আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বামনডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগ কার্যালয় গিয়ে বিশেষ দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর কবির হান্নান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন - সাধারণ সম্পাদক, গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চাঁন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান লিঠু, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রুহুল আমিন, যুগ্ন আহবায়ক রতন মিয়া, সুমন মিয়া, জুয়েল রানা জিকো প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বাপ্পী রাম রায়,সুুন্দরগঞ্জ।
০১৭৮৮-২৮৫৪৯১
তারিখঃ ২১/০৮/২০২২ খ্রিঃ
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০