সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বামনডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বামনডাঙ্গা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি বিষ্ণু রাম রায়, যুবলীগ আহবায়ক স্বপন রাম রায়,যুগ্ম আহবায়ক পিয়াল চৌধুরী বক্তব্য রাখেন। বক্তরা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়। এই হামলার সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন তারা। সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলো।