এম এ মোতালিব ভুঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের অন্যতম সদস্য নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,জেলা তরুণলীগের সভাপতি নাজমুল হুদা বকলু জেলা যুবলীগের সদস্য ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন,সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল,সিনিয়র সহ সভাপতি এড.আমিরুল ইসলাম,সহ সভাপতি কাউসার তালুকদার,ফয়সল আহমেদ,যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ জেবুল মিয়া,প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক,সাবেক ছাত্রনেতা সত্যজ্যোতি দাস লিপন,জেলা যুবলীগ নেতা মোঃ পাভেল আহমেদ,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দেবাশীষ দাসগুপ্ত বাপ্পি,যুগ্ম আহবায়ক ইমন চৌধুরী ও জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর দে প্রমুখ।
সভা শেষে জাতীয় এই চারনেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০